গাজীপুর মহানগর মহিলা আওয়ামীলীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন পালন
রনি আহমেদ:
গাজীপুর মহানগর মহিলা আওয়ামীলীগের উদ্যোগে আনন্দমূখর পরিবেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন করা হয়েছে।গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর জন্ম হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার।এরপর অনেক ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে তার বেড়ে ওঠা। ১৯৭৫ সালের আগস্টে যখন জাতির পিতাসহ তার পুরো পরিবারকে হত্যা করা হয়েছিল,তখন তিনি এবং ছোট বোন রেহানা জার্মানিতে ছিলেন। সে সময় শেখ হাসিনা নিজের জীবন রক্ষার্থে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করেছিলেন। অবশেষে জীবনের ঝুঁকি নিয়ে তিনি ১৭ মে ১৯৮১ সালে দেশে ফেরেন।
প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষে মঙ্গলবার সকালে গাজীপুর মহানগর মহিলা আওয়ামীলীগের উদ্যোগে কেক কাটা,আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত জন্মদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাসিক মেয়র এ্যাড. মো: জাহাঙ্গীর আলম।আরও উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের শীর্ষস্থানীয় নেতাকর্মীসহ কাউন্সিলরবৃন্দ ।
মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি সেলিনা ইউনুসের সভাপতিত্বে সেখানে বক্তব্য প্রদান করেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নয়ন,মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাহিমা আক্তার হোসনাসহ আরও অনেকে।
এদিকে গাজীপুর প্রেসক্লাবের আয়োজনে দুপুরে ক্লাব মিলনায়তনে মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিনের উৎসব ও এক আলোচনা সভা করা হয়।
প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম মাসুমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপন,সাবেক সভাপতি মুকুল কুমার মল্লিক,মুজিবুর রহমান,খায়রুল ইসলাম,অনিল চন্দ্র মণ্ডল, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম,যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান,ফারদিন ফেরদৌসসহ অনেকে।
এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানে উৎসবমূখর পরিবেশে জন্মদিন পালিত হয় ।মহানগরের উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট,ধান গবেষণা ইনস্টিটিউট,জাতীয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় ও ডুয়েটে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।